কুমিল্লা জেলা দিন দিন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে।

Share Button

কুমিল্লা নামকরণের ইতিহাস

রিপোর্ট:-দৈনিক মুক্তকন্ঠ,
২৮ মে, ২০১৬। সময়:১২.০২.PM

বৃহত্তর এ জেলায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরি, ডাকাতি, খুন-হত্যা, অপহরণ ও নারী ও শিশু নির্যাতন-ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটেই যাচ্ছে।

এসব বিষয় নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বেশ কয়েকবার আলোচনা করা হলেও অপরাধ প্রতিরোধে পুলিশ বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে।

জায়গা-জমি সংক্রান্ত বিরোধ, এলাকায় আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ ও রাজনৈতিক বিরোধের জের ধরে কুমিল্লা জেলায় ২০১৬ সালের এপ্রিল মাসে ১৫টি খুন ও ৪৩ টি নারী ও শিশু নির্যাতনসহ এক মাসে ৪৯৯ টি অপরাধ সংঘটিত হয়েছে। মার্চ ২০১৬ সালের চেয়ে এপ্রিল মাসে বিভিন্ন গুরুত্বর অপরাধসহ খুন ও নারী ও শিশু ধর্ষণ দ্বি-গুন বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: গোলামুর রহমান জানান কুমিল্লা জেলার ১৬টি উপজেলার মধ্যে চলতি বছরের কুমিল্লা কোতয়ালী উপজেলায় মার্চ মাসে ৩টি খুন হলেও এপ্রিল মাসে ১টি, নারী ও শিশু নির্যাতন বেড়ে ৮টি, সির্দেল চুরি ১টি, মাদক ৫৩টিসহ মোট ১০৪টি অপরাধ সংঘটিত হয়। এছাড়াও জেলার সদর দক্ষিণ উপজেলায় খুন ২টি, ২টি নারী ও শিশু নির্যাতন, ও মাদকদ্রব্য ২৭ সহ মোট ৫০টি অপরাধ, চৌদ্দগ্রামে খুন একটি, ৩টি নারী ও শিশু নির্যাতন, ১টি চুরি, অস্ত্র একটি, মাদক ২০টিসহ মোট ৪২টি অপরাধ। নাঙ্গলকোটে খুন ১টি, নারী ও শিশু নির্যাতন মাদক ২টিসহ মোট ১৩টি অপরাধ। লাকসাম মাদক ৩টিসহ অপরাধ ১২টি।  মনোহরগঞ্জে খুন একটি, অপহরণ একটি নারী ও শিশু নির্যাতন ২টি, মাদক ৩টিসহ মোট ১৩টি অপরাধ। বুড়িচং ৩টি খুন, ১টি চুরি, মাদক ৫টিসহ মোট ২৩টি অপরাধ। বাহ্মণপাড়া নারী ও শিশু নির্যাতন একটি মাদক ৮টিসহ মোট ১৯টি অপরাধ। বরুড়া খুন ২টি, নারী ও শিশু নির্যাতন ৪টি ও মাদক ৮টিসহ মোট ৩৮টি অপরাধ। চান্দিনায় দস্যুতা একটি, ২টি নারী ও শিশু নির্যাতন ও মাদক ৬টিসহ মোট ২৮টি অপরাধ। দাউদকান্দিতে ১টি খুন, ০৩টি নারী ও শিশু নির্যাতন, মাদক ২২টিসহ মোট ৩৯টি অপরাধ। তিতাসে ডাকাতি একটি, খুন একটি, দস্যুতা একটি, মাদক ৬টিসহ মোট ১৪টি অপরাধ। মেঘনায় মাদক ২টি খুনসহ মোট ১২টি অপরাধ। হোমনায় নারী ও শিশু নির্যাতন একটি, ১টি অস্ত্র আইন ও মাদক ৩টিসহ মোট ১০টি অপরাধ। মুরাদনগর ৫টি নারী ও শিশু নির্যাতন, মাদক ৫টিসহ মোট ২০টি অপরাধ। দেবিদ্বারে ২টি খুন, ৬টি নারী ও শিশু নির্যাতন, মাদক ১টিসহ মোট ৩১টি অপরাধ।

জেলায় দিন দিন অপরাদের হার বৃদ্ধি কথা শিকার করে কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেন বলেন- পূর্বে যে হারে অপরাধ সংঘটিত হত, সেই হারে কুমিল্লার ১৬টি উপজেলায় অপরাধ প্রবনতা আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রণে আনা হচ্ছে। তবে ২০১৬ সালের মার্চ মাস থেকে এপ্রিল অপরাধ বৃদ্ধি হলেও বড় ধরনের কোন অপরাধের ঘটনা ঘটেনি। যেই কোন অপরাধ নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন প্রস্তুত আছে, এমনকি কাজ করে যাচ্ছে।

এব্যাপারে কুমিল্লা জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল বলেন, একটি জেলাকে পুলিশ, র‌্যাব হাজারো চেষ্টা করলে অপরাধ মুক্ত করতে পারবেনা। যতদিন সমাজের মধ্যে সচেতনা বৃদ্ধি পাবেনা।