রিপোর্টারঃ-মোঃ সফিকুর রহমান সেলিম,ঢাকা
০৪ অক্টোবর ২০১৪
কুমিল্লার লাকসামে সমতট এক্সপ্রেসের চাকা লাইনচ্যুত হয়েছে। এতে নোয়াখালী ও চাঁদপুর রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার সন্ধ্যা ৬টায় লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিণ আউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে জংশনে কর্মরত রেলওয়ে (পরিবহন) ট্রাফিক ইন্সপেক্টর মাসুদ সারোয়ার জানান, নোয়াখালীগামী সমতট এক্সপ্রেস ট্রেনটি পয়েন্ট (লাইন) মিলাতে ভুল হওয়ায় তা চট্টগ্রাম লাইনে উঠে যায়। চালক ট্রেনটি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ট্রেনের শেষ বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার ফলে বিকল্প অন্য লাইনে চট্টগ্রামের সাথে দেশের সকল রুটের রেল চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হলেও রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনের বগি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নোয়াখালী ও চাঁদপুর রুটে আজ রাত ১০ টার দিকে রেল যোগাযোগ শুরু হতে পারে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।