রিপোর্টঃ-মোঃ সফিকুর রহমান সেলিম ঢাকা, ১৩ অক্টোবর ২০১৪।
সময়ের সাহসী কন্ঠস্বর, মেধাবী শিক্ষক, সুবক্তা ও কুমিল্লার কৃতী সন্তান ডঃ পিয়াস করিম আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। নিশ্চয়ই আল্লাহই আমাদের মালিক এবং তাঁর কাছেই আমরা ফিরে যাবো।
আল্লাহ সুবহানা ওয়া তাআ’লা ডঃ পিয়াস করিমের বিদেহী আত্মার মাগফেরাত দান করুন।
ডঃ পিয়াস করিম কুমিল্লার প্রখ্যাত আইনজীবি মরহুম অ্যাডভোকেট আব্দুল করিম সাহেবের বড় ছেলে। তার পৈত্রিক নিবাস শহরের ফৌজদারী চৌমোহনীস্থ এথনিকা স্কুল সংলগ্ন ভবনে, এবং স্কুলটিও তাদের পরিবার কর্তৃক পরিচালিত হয়।