রিপোর্টঃ-মোঃ সফিকুর রহমান সেলিম ঢাকা, ১২ অক্টোবর ২০১৪।
ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) আমন্ত্রণে আগামী ১৭ অক্টোবর ঢাকায় আসছেন।
১১০ বছর পূর্তি উপলক্ষে ১৮ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন তিনি।
১৭ অক্টোবর সন্ধ্যায় হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তার।