রিপোর্টঃ-মোঃ সফিকুর রহমান সেলিম
ঢাকা, ১০ অক্টোবর ২০১৪।
শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম উইকেটেই তারা তুলে ফেলেছিল ১২৬ রান। দুবাইয়ে বড় সংগ্রহরে ইঙ্গিত দিয়েছিল তারা। তবে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি তারা। ৪৯.৩ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২১৫ রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি পাকিস্তান হেরেছিল ৯৩ রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাঁচানো এ ম্যাচে টসে জিতে উদ্বোধনী উইকেটে ১২৬ রানরে জুটি গড়েন আহমেদ শেহজাদ ও সরফরাজ আহমেদ। শেহজাদ ৮২ বলে ৬১ ও সরফরাজ ৭২ বলে করেছেন ৬৫ রান। তবে পরে আর কউে উইকেটে দাঁড়াতে পারেন নি। তৃতীয় সর্বোচ্চ ২৯ রান আসে আসাদ শফিকের ব্যাট থেকে। ফাওয়াদ আলম ৩৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন।