রিপোর্টঃ-মোঃ সফিকুর রহমান সেলিম
ঢাকা, ০৯ অক্টোবর ২০১৪।
ইয়েমেনের রাজধানী সানায় শিয়া মুসলিমদের লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা হামলা এবং দুই সেনাঘাঁটিতে গাড়িবোমা হামলায় ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহুসংখ্যক। একই সঙ্গে দেশটির পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশে দুটি সেনাঘাঁটিতে গাড়িবোমা হামলাও চালানো হয়।
বৃহস্পতিবার রাজধানীর আল-তাহরির চত্বরের কাছে এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকরা জানান, হৌদি শিয়া বিদ্রোহীদের সমর্থকরা আল-তাহরিরে প্রতিবাদ বিক্ষোভের জন্য মঞ্চ তৈরির সময় আত্মঘাতী হামলাটি চালানো হয়।
আত্মঘাতী বেল্ট পরিহিত এক ব্যক্তি চেকপোস্টের কাছে গিয়ে নিজের গায়ের সঙ্গে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুলিশ হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে চিকিৎসকদের ডাকা হয়েছে। পরে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধরন দেখে আল-কায়েদাই এ হামলা চালিয়েছে বলে মনে করছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।