এমপি বাহারের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন চায় ইসি

Share Button

রিপোর্ট:-দৈনিক মুক্তকন্ঠ,
২৩ ডিসেম্বর. ২০২৩। সময :০৯.০০.PM

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে বলা হয়, দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৬ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহে বাধা দেয়া ও তাদের অকথ্য ভাষায় গালিগালাজ, লঞ্ছিত বা প্রহারের বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
কুমিল্লার জেলাপ্রশাসক ও রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপারকে বিষয়টি তদন্ত করে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয় চিঠিতে।
এর আগে একাত্তর টেলিভিশনের কুমিল্লার প্রতিবেদক ও ক্যামেরা পারসনের ওপর হামলার ঘটনায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে তৃতীয়বারের মত কারণ দর্শানোর নোটিস দেয় নির্বাচনি অনুসন্ধান কমিটি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার ডিসি খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাহাউদ্দিন বাহারের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল নৌকার প্রার্থী বাহারকে রোববার বেলা ১২টায় নিজে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে কমিটির অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
হামলার শিকার কাজী এনামুল হক ফারুক কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি।
ক্যামেরা পারসন সাইদুর রহমান সোহাগ শনিবার জানান, তারা এখনও লাইভ ডিভাইস ও মোবাইল ফোন ফেরত পাননি।
এর আগে ১৯ ডিসেম্বর একদিনেই বাহারকে দুটি শোকজ করেন নির্বাচনি অনুসন্ধান কমিটি। সেগুলোর জবাব দেওয়ার জন্যও রোববার দিন নির্ধারিত রয়েছে।