২০১১ সালে শেষবার জাতীয় দাবার শিরোপা জেতা গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান প্রতিযোগিতাটির ৪০তম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। শিরোপা জিততে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেনের সঙ্গে বেশিক্ষণ লড়তেই হয়নি তাঁকে। মাত্র ১১ চালের মাথায় দুজন ড্র মেনে নিয়েছেন। শিরোপা জিততে এই আধা পয়েন্টই প্রয়োজন ছিল তাঁর। ১৯৮৮ সালে মাত্র ১৪ বছর বয়সে প্রথম শিরোপা জেতা জিয়ার এটি ১৩তম শিরোপা।