রিপোর্টারঃ-মোঃ সফিকুর রহমান সেলিম,ঢাকা
০৩ অক্টোবর ২০১৪
দুর্ভোগ-বিপত্তি পদে পদে। স্টেশনে, বাসস্ট্যান্ডে যেতে গণপরিবহন সংকট, গাড়ির সময়সূচিতে গড়িমসি-বিলম্ব। দীর্ঘ জটের কারণে সড়ক-মহাসড়ক, ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা। তবু ক্লান্তি ভর করতে পারেনি কারও মুখে। প্রশ্ন তোলামাত্রই বরং একজন বললেন, ‘এটা কোনো সমস্যাই না, একটি দিনই তো… বাড়িতে পৌঁছালেই আনন্দের সাগরে ভাসব… মা-বাবা আত্মীয়ের সান্নিধ্য পাব।’