রিপোর্টঃ-মোঃ সফিকুর রহমান সেলিম
ঢাকা, ১৭ অক্টোবর ২০১৪।
ঢাকা, ১৭ অক্টোবর ২০১৪।
পিয়াস করিমের জানাজা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্রদ্ধা নিবেদনে মানুষের ঢল প্রমাণ করে পিয়াস করিম কতটা জনপ্রিয় ছিলেন।
শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে পিয়াস করিমের দ্বিতীয় জানাজা শেষে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, পিয়াস করিম একজন দেশপ্রেমিক ও অধিকার সচেতন মানুষ ছিলেন। তার কথা ও লেখনীতে জনগণ উজ্জীবিত হতো। তিনি ফ্যাসিবাদ ও এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে জনগণকে উদ্ধুদ্ধ করেছেন।
শুক্রবার জুমার নামাজের পরে ড. পিয়াস করিমের দ্বিতীয় নামাজে জানাজা বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় রাখা হয়।
এ সময় ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। জামায়াতে ইসলামীর পক্ষে কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন এবং খেলাফত মজলিসের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে পিয়াস করিমের দ্বিতীয় জানাজা শেষে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, পিয়াস করিম একজন দেশপ্রেমিক ও অধিকার সচেতন মানুষ ছিলেন। তার কথা ও লেখনীতে জনগণ উজ্জীবিত হতো। তিনি ফ্যাসিবাদ ও এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে জনগণকে উদ্ধুদ্ধ করেছেন।
শুক্রবার জুমার নামাজের পরে ড. পিয়াস করিমের দ্বিতীয় নামাজে জানাজা বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় রাখা হয়।
এ সময় ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। জামায়াতে ইসলামীর পক্ষে কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন এবং খেলাফত মজলিসের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।