রিপোর্টঃ-মোঃ সফিকুর রহমান সেলিম
ঢাকা, ১৬ অক্টোবর ২০১৪।
চট্রগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে ৩৯ যুবককে উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ। তারা সবাই অবৈধ পথে কক্সবাজার হয়ে মালয়েশিয়া যাচ্ছিলো।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের উদ্ধার করে বাকলিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন।
তিনি বলেন, নরসিংদি, সিলেট ও শরিয়তপুরের বিভিন্ন এলাকা এসব হতদরিদ্র লোককে মালয়েশিয়া নেবার কথা বলে দুই দিন আগে চট্টগ্রামে এনে একটি হোটেলেও একটি বস্তিতে রাখা হয়েছিল। তিনি বলেন, উদ্ধার হওয়া সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
দুইদিন আগে তাদের চট্টগ্রাম নগরীতে এনে হোটেলে এবং একটি বস্তিতে রাখা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাদের শাহ আমিন পরিবহনের একটি বাসে তুলে চকরিয়া নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন খবরের ভিক্তিতে আমরা তাদের উদ্ধার করেছি।