রিপোর্টঃ-মোঃ সফিকুর রহমান সেলিম
ঢাকা, ১৪ অক্টোবর ২০১৪।
বাংলায় কথা বলে রূপগঞ্জ মাতিয়ে গেলেন লিটল মাস্টার শচীন!
চোখের সামনে দাঁড়িয়ে জীবন্ত কিংবদন্তী। রূপগঞ্জবাসীর চোখে বিস্ময়। সেই বিস্ময়ে ঘোরলাগা চোখে একনজর দেখার অপেক্ষায় লিটল মাস্টারকে। সেই রক্ত-মাংসের কিংবদন্তীই যখন আপন ভাষায় বলে ওঠেন, ‘কেমন আছেন আপনারা? আমি ভালো আছি।’ তখন পরিস্থিতিটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, একবার ভেবে দেখুন!
হ্যাঁ এমনটিই ঘটেছে আজ (মঙ্গলবার) রূপগঞ্জে।
বন্ধুর আমন্ত্রণে সাড়া দিয়ে……