স্টাফ রিপোর্টারঃ ১৪ অক্টোবর ২০১৪।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফুলবাড়িগেট এলাকায় বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে দুই ব্যাক্তি হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, যশোর কোতোয়ালি থানার ইছালী ইউনিয়নের বড়বাজাপুর গ্রামের ভোদো দাইয়ের ছেলে আব্দুল হাদি (৪০) ও একই গ্রামের ঠুটো রফিকের ছেলে সোহাগ মিয়া (৩৫)। আজ সকালে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের স্বজনরা জানান, সোমবার রাতে হাদি ও সোহাগকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে কিছু লোক। এরপর কালীগঞ্জ উপজেলার ফুলবাড়িগেট এলাকায় নিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইউনুস আলী জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, তারা যশোর সদরের উত্তরাঞ্চলের ত্রাস আশকার বাহিনীর ক্যাডার ছিলেন। তাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।