রিপোর্টারঃ-মোঃ সফিকুর রহমান সেলিম,ঢাকা
০১ অক্টোবর ২০১৪
রাজশাহীর পবায় ৯২ পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলের ছেলে ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওহাটা পৌর এলাকা থেকে পবা থানা পুলিশের একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন, পবা থানার কনস্টেবল কামরুজ্জামানের ছেলে হামিদুজ্জামান ও তার সহযোগী নওহাটা পৌর এলাকার আব্দুর রাজ্জাক।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পবা থানা পুলিশের একটি দল নওহাটা পৌর এলাকায় অভিযান চালায়। এসময় ৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই জনকে আটক করে। প্রাথমিক জিজ্জাসাবাদে তারা ইয়াবা ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।