রিপোর্টঃ-মোঃ সফিকুর রহমান সেলিম
ঢাকা, ১৩ অক্টোবর ২০১৪।
বিদায় পিয়াস ভাই বিদায় : ড. আসিফ নজরুল
অধ্যাপক ড. পিয়াস করিমকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল তা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,
পিয়াস ভাই, শান্তিতে ঘুমান! কিন্তু শান্তি আসলেই পাচ্ছেন কি?
যারা জীবিত কালে আপনার গায়ে কালিমা লেপন করতে চেয়েছে মিথ্যা আর বিকৃত কথা বলে
আপনি তাদের সমুচিত জবাব দিতে পেরেছিলেন!
এখন তাদের কেউ কেউ প্রতিশোধ নিচ্ছে যা ইচ্ছা লিখে !!
হায় রে চেতনা বাবসায়ীর দল! আমি বাজি ধরে বলতে পারি পিয়াস করিম এখনো আপনাদের চেয়ে অনেক শ্রদ্ধাভাজন ও সম্মানিত একজন। এবং সবসময়ই পিয়াস করিম তা থাকবেন।
অধ্যাপক ড. পিয়াস করিমকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল তা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,
পিয়াস ভাই, শান্তিতে ঘুমান! কিন্তু শান্তি আসলেই পাচ্ছেন কি?
যারা জীবিত কালে আপনার গায়ে কালিমা লেপন করতে চেয়েছে মিথ্যা আর বিকৃত কথা বলে
আপনি তাদের সমুচিত জবাব দিতে পেরেছিলেন!
এখন তাদের কেউ কেউ প্রতিশোধ নিচ্ছে যা ইচ্ছা লিখে !!
হায় রে চেতনা বাবসায়ীর দল! আমি বাজি ধরে বলতে পারি পিয়াস করিম এখনো আপনাদের চেয়ে অনেক শ্রদ্ধাভাজন ও সম্মানিত একজন। এবং সবসময়ই পিয়াস করিম তা থাকবেন।