রিপোর্টঃ-মোঃ সফিকুর রহমান সেলিম
ঢাকা, ১০ অক্টোবর ২০১৪।
দুবাইয়ে এক বাংলাদেশি নাগরিক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যুবরণ করেন তিনি। গতকাল বিকালে আল হামরিয়া অঞ্চলের আল-ইত্তিহাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। এই ঘটনায় ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন খালিজ টাইমস। দুর্ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন বাংলাদেশি ওই নাগরিক। বেশ দ্রুতগতিতে চালানোর কারণে গাড়ির চালক গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। কর্তৃপক্ষ জানিয়েছে আল কুয়েতি হাসপাতালের মর্গে লাশ হস্তান্তর করা হয়েছে বলে।