রিপোর্টঃ-মোঃ সফিকুর রহমান সেলিম
ঢাকা, ০৯ অক্টোবর ২০১৪।
দৈনিক মুক্তকন্ঠের উপদেষ্টা আলহাজ মোঃ ইসমাইল মিয়া পবিত্র হজ সম্পন্ন করেন।
দৈনিক মুক্তকন্ঠের উপদেষ্টা আলহাজ মোঃ ইসমাইল মিয়া গত ২০ অক্টোবর ২০১৪ পবিত্র হজের উদ্দেশে বাংলাদেশ ত্যগ করেন সাথে হোমনা উপজেলার বড় ঘারমোরা গ্রামের মৃতঃ আলহাজ আঃ জলিল ভূঞা সাহেবের বড় ছেলে আমেরিকা প্রবাসী দৈনিক মুক্তকন্ঠের আরেক উপদেষ্টা আলহাজ মোঃ মজিবুর রহমান ভূঞা ও তার সহধর্মীনি আলহাজ্জা আফরোজা বেগম মায়া সহ আমাদের ধর্ম ও জীবন রিপোটার আলহাজ মোঃ মাকারীম পবিত্র হজ সম্পন্ন করেন। তাহার সবাই দেশর সকল মোসলমনদের জন্য দোয়া করেন।