রিপোর্টঃ-মোঃ সফিকুর রহমান সেলিম
ঢাকা, ০৯ অক্টোবর ২০১৪।
পবিত্র হজ শেষে দেশে ফিরতে শুরুতেই বিড়ম্বনায় পড়েছেন হাজীরা। বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটই জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা শুরু করতে চার ঘন্টা বিলম্ব হয়েছে। বিমানের ফ্লাইট বিজি-২০১২ এর যাত্রা শুরুর কথা ছিল বুধবার রাত দেড়টায়। কিন্তু সেটি রওনা হতেই চার ঘণ্টা দেরি হয়। বৃহস্পতিবার বিমানের চারটি ফ্লাইটে হাজিদের দেশে ফেরার কথা রয়েছে। আগামী ৮ই নভেম্বর পর্যন্ত হজের ফিরতি ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই সময়ে মোট ১৩৪টি ফ্লাইট চালানোর কথা বিমানের। সব মিলিয়ে বিমান এবার প্রায় ৫০ হাজার হজযাত্রী পরিবহন করছে।