আমাদের সম্পর্কে

Share Button

প্রকাশক ও সম্পাদক

মোঃ সফিকুর রহমান সরকার

দৈনিক মুক্তকণ্ঠ কেন?

আমাদের বাংলা ভাষা অনেক সমৃদ্ধ হলেও বাংলায় কম্পিউটার বা ইন্টারনেট ভিত্তিক জ্ঞানচর্চা যথেষ্ট পরিমানে হয় না। ইন্টারনেটে ঘুরলে ইংরেজি সহ অন্যান্য ভাষার শতশত সাইট এবং ব্লগ চোখে পড়ে, যেখানে বাংলা সাইট হাতেগোনা। অবশ্য ইদানিং এই শুন্যতা পূরণ করতে বেশকিছু বাংলা দৈনিক পত্রিকা চালু হয়েছে, তবে প্রয়োজনের তুলনায় সেগুলো অপ্রতুল। আর এসবের অল্প কয়েকটা ছাড়া বেশিরভাগই মানসম্মত নয়।
এই চিন্তাভাবনা থেকে যাত্রা শুরু করলো দৈনিক মুক্তকণ্ঠ। শুন্যতা পূরণে একবিন্দু পরিমাণ অবদান রাখতে পারলেই দৈনিক মুক্তকণ্ঠ-এর জন্ম সার্থক হবে। আমরা চাই বাংলাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে যেখানে শুধু বাংলাকেই শোভা পায়। বাংলাই একমাত্র ভাষা যার জন্যে যুদ্ধ হয়েছিলো, আমরা বিশ্বকে সেই কথাটি আবার মনে করিয়ে দিতে চাই। মনে করিয়ে দিতে চাই আমারা আমাদের মায়ের ভাষাকে কতটা ভালবাসি। আসুন শপথ নিই, বাংলাকে বিশ্বদরবারে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করার।

 

দৈনিক মুক্তকণ্ঠ