ঢাকায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জন এফ কেনেডির পরিবার

Share Button

রিপোর্টার:-দৈনিক মুক্তকন্ঠ,
২৯ অক্টোবর. ২০২২। সময : ১০.০০.PM.

ঢাকা এসেছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জন এফ কেনেডির ভাতিজা এবং সাবেক সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে জুনিয়র এডওয়ার্ড এম কেনেডি ও তার পরিবার। শনিবার জুনিয়র এডওয়ার্ড এম কেনেডি ও তার পরিবার বাংলাদেশে এসে পৌঁছেছেন।

বছরব্যাপী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে জুনিয়র এডওয়ার্ড এম কেনেডি বাংলাদেশ সফর করছেন। এক সপ্তাহের এ সফরে তার সঙ্গে এসেছেন স্ত্রী ড. ক্যাথরিন কিকি কেনেডি, মেয়ে কেলি কেনেডি, ছেলে টেডি কেনেডি, ভাতিজি গ্রেস কেনেডি অ্যালেন এবং ভাতিজা ম্যাপ অ্যালেন। তারা থাকবেন আগামী ৫ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ সফরের প্রথম দিনে রিপা করে পুরান ঢাকা ঘুরে দেখেছেন। এ সময়ে আহসান মঞ্জিলেও গিয়েছিলেন তারা।

আগামীকাল রোববার থেকে জুনিয়র এডওয়ার্ড এম কেনেডি ও তার পরিবারের আনুষ্ঠানিক বাংলাদেশ সফর শুরু হবে। এ দিন শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সকালে সাক্ষাত করতে যাবেন তারা। এরপর সেখান থেকে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তারা। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে যাবেন জুনিয়র কেনেডি ও তার পরিবার।

বাংলাদেশ সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গেও কেনেডি পরিবার দেখা করবেন। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক আকর্ষণীয় স্থান পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি, মার্কিন এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের স্পিকারস প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় জুনিয়র এডওয়ার্ড এম কেনেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেবেন। সেখানে বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ের একজন সমর্থক হিসাবে তার পিতার ভূমিকার কথা তুলে ধরবেন। সেই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ সাবেক সিনেটর এডওয়ার্ড এম কেনেডির রোপন করা বটগাছটিও পরিদর্শন করবেন জুনিয়র কেনেডি। প্রতিবন্ধী ব্যক্তিদের নাগরিক অধিকার নিয়ে কাজ করা এ আইনজীবী ও সাবেক সিনেটর ঢাকার এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে প্রতিবন্ধী অধিকারের উপরও একটি বক্তৃতা দেবেন।