ঈদের দিন সারাদেশে কমবেশি বৃষ্টি হতে পারে

Share Button

রিপোর্ট:-দৈনিক মুক্তকন্ঠ,
২৮ জুন. ২০২৩। সময : ০১:৫৭.PM.

রাজধানীতে মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। দেশের অন্য সব জায়গায় কয়েক দিন ধরেই কমবেশি বৃষ্টি ঝরছে। ফলে আষাঢ় মাসের মাঝখানে এবার কোরবানির ঈদ পড়ায় সবারই কৌতূহল, ঈদের দিনও কি এমন বৃষ্টি হবে?

দেশে আগামী বৃহস্পতিবার উদযাপিত হবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, ঈদের দিন সারাদেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। তবে দেশের মধ্যাঞ্চল, অর্থাৎ ঢাকা ও তার আশপাশের অঞ্চল যেমন ফরিদপুর, পাবনা ও কুমিল্লায় বৃষ্টির পরিমাণ বেশি হবে। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টি কম থাকবে।

ঈদে বৃষ্টির পাশাপাশি গরমও থাকবে কিনা– এমন প্রশ্নে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঈদের দিন দেশের কোথাও অস্বাভাবিক তাপমাত্রা থাকবে না।

রাজধানীতে ঈদের দিন সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

তিনি বলেন, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ, বরিশাল বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি কিছুটা কমে আসবে। তবে রাজশাহী ও রংপুর অঞ্চলেও কিছুটা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মূলত লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।