আমি ভালো নেই , মোঃ মশিউর রহমান বাহার

Share Button

রিপোর্ট:-দৈনিক মুক্তকন্ঠ,
২২ নভেম্বর , ২০১৮। সময়: ০৭,০০,PM,

আমি ভালো নেই আলোর মাঝে জ্বালা নেই

পথের পাঠে বাঁধা নেই জীবনের সাজে জনম নেই

দৃষ্টির কড়ালে সৃষ্টি নেই মন ভালো নেই ,

সুখের খাঁজে পুষ্টি নেই ত্যাগের গিঁটে মহিমা নেই

জলের গাঙ্গে স্রোত নেই ভক্তের মাঠে জ্যোতিষী নেই

আমি ভালো নেই , চেতনার বাণে শিল্পী নেই

কেতন উড়ে হংসী নেই প্রেমের দোলে কতৃত্ব নেই

দেহের লাজে শাসন নেই মন ভালো নেই

আমি ভালো নেই , আকাশের ছিঁপে রঙ নেই

রূপের কপালে টিপ নেই ফাগুনের গায়ে জ্বর নেই

ঋতুর আদলে বংশী নেই মন ভালো নেই ,

সৃষ্টির কোন সীমা নেই ভূগোলের যেন ভাঁজ নেই

জীবনের দামে মূল্য নেই মানুষে আনুষে বোধ নেই

আদলে কেউ সুখে নেই মন ভালো নেই ,

ভাষার মুখে শ্রুতি নেই শ্যামলের বুকে জননী নেই

রক্তের দেহে ফোঁটা নেই শহিদের বক্ষে শালীনতা নেই

চোখে ঘুম নেই , গোয়ালের ঘরে গরু নেই ,

পুকুরের বড়শিতে মাছ নেই বঁধুয়ার হাসিতে বাঁধ নেই

রাখালিয়া বাঁশীতে শাণ নেই জীবনের মূল্যবোধে ব্যাপ্তি নেই

পথের চেয়ালে লেশ নেই ব্যথিত হৃদয়ে সূর্য নেই

পূর্ণ গ্রহণে চন্দ্র নেই সমস্যার আবৃত্তে প্লাবন নেই

শ্রদ্ধা ঢেলে বিশ্বাসে নেই চোখে ঘুম নেই ,

দুখিনীর মুখে ব্রতী নেই অন্ধ বক্তার দৃষ্টি নেই

মায়ের কোলে সন্তান নেই পথ শিশুদের বস্র নেই

পতিতার কোন স্থান নেই জান নেই, মান নেই, টান নেই

আসলে কেহ সুখে নেই আমি ভালো নেই

মন ভালো নেই চোখে ঘুম নেই ।।

( অসমাপ্ত )