রিপোর্ট:-দৈনিক মুক্তকন্ঠ,
০৮ নভেম্বর. ২০২৩। সময :১০.০০.PM
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী এ ঘোষণা দেন।
অনুষ্ঠানের শুরুতেই যুক্ত হওয়া ব্যক্তিদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমূর আলম খন্দকার। ৩৫ জনের মধ্যে প্রথমে সাবেক জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা কর্নেল (অব.) সাব্বির আহমেদ, টাঙ্গাইল-৫ আসনের বাসিন্দা শরিফুজ্জামান খান , সাভার থেকে আসা আইনজীবী মাহবুব হাসান ও কুমিল্লা-২ আসনের বাসিন্দা মোঃ মাঈনুদ্দীন যোগ দেন। এর পর সংসদীয় আসনের বাসিন্দা ও বিভিন্ন দলের কর্মী পরিচয় দিয়ে অন্যরা তৃণমূল বিএনপিতে যুক্ত হওয়ার কথা জানান।
টাঙ্গাইল-৪ আসনের বাসিন্দা শহীদুল ইসলাম যোগ দিয়ে জানান, তিনি শিক্ষকতা পেশায় ছিলেন। প্ররোচনায় নয়, নিজের ইচ্ছায় যোগ দিয়েছেন। বাগেরহাট-৪ আসনের আবুল বাশার চৌধুরী বাংলাদেশ দেশপ্রেমিক পার্টির মহাসচিব পরিচয় দেন।
নেত্রকোনা-২ আসনের মোহাম্মদ আলী ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, চট্টগ্রাম-৮ আসনের সন্তোষ শর্মা সাবেক ছাত্রলীগ নেতা, ফেনী-৩ আসনের খায়েজ আহমেদ ভূঁইয়া বিএনপির কর্মী, আইভি সরকার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও লস্কর হারুনুর রশীদ এলডিপির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান। যোগ দেওয়া প্রায় সবাই বিএনপির কড়া সমালোচনা করেন। তাদের অভিযোগ, জ্বালাও-পোড়াও করে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে উন্নয়নের মহাসড়কে দেশ, এ ধারাবাহিকতা রক্ষা করার পক্ষে তারা। আগামী সংসদে তৃণমূল বিএনপি প্রধান বিরোধী দল হবে বলেও কেউ কেউ প্রত্যাশা করেন।
দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী জানান, তারা নির্বাচনমুখী দল। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবেন। নির্বাচন কমিশন তার ক্ষমতা অক্ষরে অক্ষরে প্রয়োগ করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন বলেও প্রত্যাশা বিএনপির সাবেক এই নেতার।
এ সময় বিএনপির সাবেক আরেক নেতা তৈমূর আলম খন্দকার বলেন, তৃণমূল বিএনপি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে না। এটি জনগণের দল এবং প্রত্যেক সদস্যই হবেন দলটির নেতা। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।
তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর মাজমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব আনাস আলী খান, সিনিয়র ভাইস চেয়ারপারসন মেজর (অব.) শেখ হাবিবুর রহমান প্রমুখ।